‘পতিতা সঙ্গ’র প্রস্তাব পেয়েছিলেন ভিনসেন্ট
Posted by Unknown
Posted on 1:43 AM
with No comments
ম্যাচ পাতানোর জন্য ‘পতিতা সঙ্গ’র
প্রস্তাব পেয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার লু ভিনসেন্ট। আর
অধিনায়ক ক্রিস কেয়ার্নসের ‘সরাসরি হুকুমে’ ম্যাচ পাতিয়েছিলেন বলে তার দাবি।
ক্রিস কেয়ার্নসের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়ার মামলার শুনানিতে সাক্ষ্য
দিতে গিয়ে সোমবার এসব কথা বলেন লু ভিনসেন্ট। এছাড়া প্রতি ম্যাচ পাতানোর
জন্য তিনি ৫০ হাজার মার্কিন ডলার পান বলে জানান। কেয়ার্নস ও ভিনসেন্ট ২০০৮
সালে ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) চন্ডিগড় লাইন্স দলের হয়ে খেলেন। ম্যাচ
ফিক্সিংয়ের অভিযোগে গত বছর সব ধরনের ক্রিকেটে আজীবন নিষিদ্ধ হন ভিনসেন্ট।
শুনানিতে ভিনসেন্ট জানান, ম্যাচ পাতানোয় জড়াতে তাকে বুঝিয়েছিল দলের অধিনায়ক
কেয়ার্নস নিজে। আদালতে কেয়ার্নসের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া ব্যহত করার
অভিযোগ নিয়ে মামলা চলছে। এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। ২০১২ সালে
আইপিএল প্রতিষ্ঠাতা ললিত মোদির বিরুদ্ধে ১৪ লাখ পাউন্ডের মানহানির মামলা
করেছিলেন কেয়ার্নস। ওই মামলায় জিতেছিলেন তিনি। এখন ওই মামলা নিয়ে উল্টো
কেয়ার্নসই বিপদে। মোদির বিরুদ্ধের ওই মামলায় তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন
বলে অভিযোগ। নতুন এ অভিযোগে আদালতে চলমান মামলার শুনানিতে সাক্ষী দিতেই
এসেছিলেন ভিনসেন্ট। তিনি বলেন, ভারতে আসার পর তাকে এক ভারতীয় ব্যক্তি অর্থ ও
পতিতা সঙ্গের প্রস্তাব দিয়েছিল। সে প্রস্তাব প্রত্যাখান করেন ভিনসেন্ট।
পরে এ কথা তিনি চন্ডিগড় দলেল অধিনায়ক কেয়ার্নসকে জানান। কেয়ার্নস জবাব দেন,
তুমি সঠিক কাজটাই করেছো। এখন তুমি আমার জন্য কাজ করছো। লন্ডনের সাউথওয়ার্ক
ক্রাউন আদালতে ভিনসেন্ট বিচারকের সামনে আরও বলেন, তিনি ৪ টি খেলায় ইচ্ছা
করে খারাপ খেলেছিলেন।
Labels:
Nejam Kutubi Wish
Background of 1971 Liberation War
Posted by ATM COX
Posted on 12:46 AM
with 3 comments

Labels:
Nejam Kutubi Wish